বহরমপুর: বহরমপুরের গর্ব ভারতীয় মহিলা ক্রিকেট দলের থ্রোয়ার শচীন মণ্ডল কে সংবর্ধনা জ্ঞাপন টাউন কংগ্রেসের জেলা কংগ্রেস ভবনে
বহরমপুর তথা মুর্শিদাবাদ জেলার গর্ব শচীন মন্ডল। দীর্ঘ প্রায় চার বছর ধরে বহরমপুরের শচীন মণ্ডল ভারতীয় মহিলা ক্রিকেট দলের throne ছিলেন। মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের পিছনে তার অবদান অনস্বীকার্য। এই শচীন মণ্ডল কে বিভিন্ন রাজনৈতিক দল থেকে স্বেচ্ছাসেবী সংগঠন সংবর্ধনা জ্ঞাপন করছে, আজ বহরমপুর টাউন কংগ্রেসের উদ্যোগে জেলা কংগ্রেস ভবনে শচীনকে সংবর্ধন জ্ঞাপন করা হলো।