সিউড়ি ১: বাঁশজোর গ্রামে SIR এর ফর্ম ফিলাপ ক্যাম্প পরিদর্শন করলেন সাংসদ শতাব্দী রায়
Suri 1, Birbhum | Nov 12, 2025 বুধবার দিন সিউড়ির এক নম্বর ব্লকের অন্তর্গত তিলপাড়া গ্রাম পঞ্চায়েতের বাঁশজোর গ্রামে SIR এর ফর্ম ফিলাপ করার জন্য একটি ক্যাম্প তৈরি করা হয়েছে। আর সেই ক্যাম্পের কাজ পরিদর্শন করতে সেখানে উপস্থিত হলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়।