ধূপগুড়ি: হাতির উপদ্রব ধুপগুড়ির বন্যা কবলিত এলাকায়,সব কিছু হারিয়ে ক্ষেতের ফসল বাঁচাতে দুশ্চিন্তায় এলাকাবাসীরা
হাতির উপদ্রব বন্যা কবলিত এলাকায়।সব কিছু হারিয়ে ক্ষেতের ফসল বাঁচাতে দুশ্চিন্তায় এলাকাবাসীরা। ধূপগুড়ি মহকুমার গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের বগরিবাড়ির হোগলারটারি এলাকায় ৫ই অক্টোবর জলঢাকা নদীর বাধ ভেঙে গ্রামে ঢোকে জল, ভাসিয়ে নিয়ে যায় বাড়ি ঘর থেকে সমস্ত কিছু এরই মধ্যে প্রায়ই হাতির আনা গোনা শুরু হয় গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার রাতেও প্রায় ৩০ টি হাতির একটি দল এলাকায় ঢোকে নষ্ট করে ক্ষেতের ফসল। খবর দেওয়া হয় বনন্দপ্তরকে, খবর পেয়ে ছুটে আসে বনদপ্তরের