মাথাভাঙা ১: গতকালের বিজেপির বি এল এ কে হেনস্থার ঘটনায় তিন জনকে গ্রেফতার করে মাথাভাঙ্গা থানার পুলিশ
মাথাভাঙার ছাট খাটের বাড়িতে বিজেপি'র বুথ লেভেল এজেন্ট'কে জুতার মালা পরিয়ে হেনস্থা ও মারধরের ঘটনায় তৃণমূলের তিন কর্মীকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার ওই ঘটনা ঘটে। রাতেই ৩ জনকে গ্রেফতার করা হয়। শুক্রবার বেলা 12 টা নাগাদ মাথাভাঙা আদালতে ধৃতদের আদালতে তোলা হয়। ধৃতদের নাম, ফটিক দাস, খৈমালা দাস ও সুজন দাস। তিনজনের বাড়ি ওই এলাকাতেই। বৃহস্পতিবার মাথাভাঙা ছাট খাটেরবাড়ি ২৩৯ নম্বর বুথে বুথ লেভেল অফিসারের সঙ্গে বেরিয়েছিলেন বিজেপির বিএলএ ২ নিবাস দাস।