মাথাভাঙা ১: মাথাভাঙ্গা গার্লস স্কুলে অনুষ্ঠিত হলো পাড়ায় সমাধান প্রকল্পের ক্যাম্প
মাথাভাঙ্গা গার্লস হাই স্কুল অনুষ্ঠিত হচ্ছে পাড়ায় সমাধান প্রকল্প ক্যাম্প। সোমবার বেলা 1 টা নাগাদ এই ক্যাম্পে বিভিন্ন রাস্তা ঘাট নির্মাণ সহ মুখ্য মন্ত্রী বিভিন্ন প্রকল্পের সুবিধা ভোগের জন্য মাথাভাঙা 5 নং ওয়ার্ডের 263 ও 264 নং বুথে বিভিন্ন মানুষ অংশ নেন। এ দিন সেখানে বিভিন্ন মানুষ আবেদন করেন। এবং প্রচুর মানুষ সুবিধা ভোগের জন্য আসেন ।