বিশালগড়: গোপিনগর কমিউনিটি হলে প্রধানমন্ত্রীর জন্মদিন উৎযাপন
আজ ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জীর ৭৫ তম জন্মদিন উপলক্ষে "সেবা পাক্ষিক" কর্মসূচির অঙ্গ হিসাবে সিপাহীজলা জেলা উত্তরাংশ যুব মোর্চার উদ্যোগে গোলাঘাটি মণ্ডল অন্তর্গত গোপীনগর কমিউনিটি হলে এক রক্তদান শিবি অনুষ্ঠিত হয় ।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্যরা।