ওন্দা ব্লকের চিঙ্গানী, নাকাইজুড়ি ও কাঁটাবাড়ি অঞ্চলে এস আই আর কার্যক্রমকে কেন্দ্র করে ভোটারদের সহায়তা দিতে তৃণমূলের উদ্যোগে চলছে ‘বাংলার ভোট রক্ষা শিবির’। প্রতিদিনই শিবিরে আসছেন এলাকার বহু ভোটার, যেখানে আবেদনের ত্রুটি সংশোধন থেকে শুরু করে ভোটার তালিকা সংক্রান্ত নানা পরিষেবা দেওয়া হচ্ছে। আজ ওই শিবিরগুলির কার্যক্রম পরিদর্শন করেন ওন্দা ব্লক তৃণমূলের সভাপতি উত্তম কুমার বিট। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের বিষ্ণুপুর