কাঁকসা: প্রথম শীতের আমেজের সাথে কুয়াশায় ঢাকলো গোটা পানাগড়,দৃশ্যমানতা কম থাকায় অধিকাংশ ট্রেন দেরিতে চলায় সমস্যায় যাত্রীরা
নিম্নচাপ কাটতেই অবশেষে দক্ষিণবঙ্গ জুড়ে শীতের আমেজ অনুভব হতে শুরু করে সোমবার সকাল থেকেই।হটাৎ ঠান্ডা পড়ার সাথে সোমবার ভোর থেকেই গোটা পানাগড় কুয়াশায় ঢেকে যায়।কুয়াশার জেরে জাতীয় সড়কে দৃশ্যমানতা কম থাকায় জাতীয় সড়কে যান চলাচলে সমস্যা দেখা দেয়।সমস্ত গাড়িকে গাড়ির লাইট জেলেই চলাচল করতে হয়।অন্যদিকে সকাল ৮টার সময়েও পানাগড় স্টেশন ঘন কুয়াশায় ঢেকে থাকতে দেখা যায়।কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকায় অধিকাংশ ট্রেন দেরিতে চলেছে বলে রেল সূত্রে জানা গেছে।