বাগদা: সিন্দ্রানী এম এল এ কাপ অনুষ্ঠিত হচ্ছে সিন্দ্রানী সাবিত্রী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে
সিন্দ্রানী এম এল এ কাপ অনুষ্ঠিত হচ্ছে সিন্দ্রানী সাবিত্রী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর, বাগদা এসডিপিও শান্তনু ঝাঁ, বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি সুদেবী মন্ডল, বাগদা থানার ওসি গণেশ বাইনের উপস্থিতিতে এই ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা হয়। দেশী বিদেশী খেলোয়াড়েরা এই ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছেন। ফুটবল খেলাকে কেন্দ্র করে ফুটবল প্রেমী দর্শকদের উপচে পড়া ভিড় খেলার মাঠে।