ব্যারাকপুর ১: গারুলিয়াতে মোবাইল চুরির সন্দেহে এক যুবককে মারধোরের ঘটনা, উত্তেজিত জনতার থানায় ঘেরাও করে বিক্ষোভ
মোবাইল চুরির সন্দেহে বিকাশ গুপ্ত নামে এক যুবককে বেধড়ক মারধোর করার অভিযোগ ওঠে গারুলিয়ার বাসিন্দা গুড্ডু সিংয়ের পরিবারের বিরুদ্ধে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মানসিক ভারসাম্যহীন বিকাশ গুপ্ত ছট পুজোর সময় গুড্ডু সিংয়ের বাড়িতে কাজ করছিলেন কাজ করে বাড়ি ফেরার পরে গুড্ডু সিং তার মেয়ের মোবাইল খুঁজে পাচ্ছিলেন না সন্দেহ বসে বিকাশ গুপ্তকে মারধোর করেন আশঙ্কা জনক অবস্থায় তাকে প্রথমে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতাল ও পরবর্তীকালে কল্যাণী জেএনএম হাসপাতা