আলিপুরদুয়ার ১: বিধানসভা ভোটের প্রাক্কালে আলিপুরদুয়ারে বড় দায়িত্ব পেলেন সৌরভ চক্রবর্তী
সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রীকে মা ডেকে তাকে কৃতজ্ঞতা জানালেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী শুক্রবার আলিপুরদুয়ার জেলা শহরের বেলা আড়াইটা নাগাদ। আলিপুরদুয়ার জেলা এবং আলিপুরদুয়ার বিধানসভার বি এল এ ওয়ান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। বৃহস্পতিবার রাতেই তিনি কাগজ হাতে পেয়েছেন। তিনি তার গুরু দায়িত্ব পালন করবেন এমনটাই জানালেন সংবাদ মাধ্যমকে।