স্বরূপনগর: বাংলার ভোটাধিকার রক্ষার্থে সহায়তা কেন্দ্র বিথারি বাজার পার্শ্বস্থ তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে
গত চৌঠা নভেম্বর থেকে শুরু হয়েছে সারা রাজ্যের সাথে সাথে স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় এস আই আর কর্মসূচি |এই কর্মসূচিকে মাথায় নিয়েই দলীয় নির্দেশে স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের উত্তর সাংগঠনিক ব্লকের সভাপতি জিয়াউর রহমানের নেতৃত্বে অঞ্চল সভাপতি আনিস উদ্দিন গাজী,স্থানীয় প্রধান জেসমিনারা পারভীন সহএলাকার দায়িত্বশীল কর্মীদের সাথে নিয়ে বিথারী বাজার পাশ্বস্থ এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বাংলার ভোটাধিকার রক্ষার্থে