দেশপ্রাণ: ইন্টার ব্লক স্কুল ফুটবল টুর্নামেন্টের মধ্যদিয়ে আজ ৭৫ বর্ষ উদযাপনের শুভ সূচনা করলো কানাইদীঘি দেশপ্রাণ বিদ্যাপীঠ
পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাঁথি বিধানসভার অন্তর্গত কাঁথি ৩নং পঞ্চায়েত সমিতির কানাইদিঘী অঞ্চলের কানাইদিঘি দেশপ্রাণ বিদ্যাপীঠের৭৫ বছর উৎযাপন উপলক্ষে ইন্টার ব্লক স্কুল ফুটবল টুর্নামেন্ট ৮টি টিমের নক আউট ফুটবল প্রতিযোগিতার উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশ চন্দ্র বেজ সভাপতি কাঁথি ৩নং পঞ্চায়েত সমিতি, মিতা রানী সাউ সদস্যা জেলা পরিষদ, দিলিপ বেরা,দুলাল রায় মারিশদা B. K. J, মধুসূদন দাস,বিশ্বজিৎ ভট্টাচার্য ভারতীয় ফুটবল দলের প্রাক্তন ক্যাপ্টেন সমরেশ দাস কর