গড়বেতা ১: ফের বাঘেরা আতঙ্ক গড়বেতায়,জঙ্গলের পাতা ও কাট কুড়াতে গিয়ে স্বচক্ষে দেখা গেল বাঘ,দাবি মহিলাদের
আবারো বাঘের আতঙ্ক ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের তিন নম্বর অঞ্চলের বোস্টমমোড়ের উপরজবা এলাকায়,জানা গিয়েছে শনিবার সকালে জঙ্গলে পাতা ও কাঠ কুড়াতে গিয়েছিল এলাকার বেশ কিছু মহিলা,সেখানেই স্বচক্ষে বাপকে দেখতে পায় বলে দাবি করছেন এলাকার মহিলারা।প্রসঙ্গত গতকাল বেশকিছু কৃষির জমিতে বাঘের পায়ের ছাপ লক্ষ্য করাতে যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে।