পান্ডুয়া: এনুমারেশন ফর্ম হাতে বিএলও র বিরুদ্ধে অভিযোগ নিয়ে পান্ডুয়া বিডিওর দ্বারস্থ আবিরা গ্রামের বাসিন্দারা
Pandua, Hooghly | Nov 10, 2025 এনুমারেশন ফর্ম হাতে বিএলও র বিরুদ্ধে অভিযোগ নিয়ে পান্ডুয়া বিডিওর দ্বারস্থ শিখিরা চাপ্তা গ্রাম পঞ্চায়েতের আবিরা গ্রামের বাসিন্দারা। আজ সোমবার দুপুর দুটো নাগাদ স্থানীয় সূত্রে জানা যায় পান্ডুয়ার শিখিরা চাঁপ্তা গ্রাম পঞ্চায়েতের আবিরা গ্রামের ১৭৯ নম্বর বুথের বাড়ি বাড়ি বিএলও এনুমারেশন ফর্ম বিলি করেছিলেন। অভিযোগ সেই ফর্ম গ্রামবাসীরা ফিলাপ করে জমা দিতে গেলে স্থানীয় বিএলও ভোটারদের নাম কেটে বাদ দিয়ে দিয়েছে কোথাও কোথাও ফর্মের,,