মেদিনীপুর: বিশ্বকর্মার হাতে হাতুড়ির জায়গায় অপারেশনের সরঞ্জাম সরঞ্জাম, মেদিনীপুরের এক নার্সিংহোমে অবাক কান্ড
মেদিনীপুরের এক বেসরকারি নার্সিংহোমে অনুষ্ঠিত হয়েছে বিশ্বকর্মা পুজো। প্রতিমার হাতে ছেনী হাতুড়ির জায়গায় অপারেশনের সরঞ্জাম। এদিন সন্ধ্যা প্রায় আটটা নাগাদ নার্সিংহোমের পূজা মন্ডপে এসে দেখা গেল এমনই চিত্র। এদিন রাত্রি প্রায় সাড়ে নটা নাগাদ নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে টেলিফোন মারফত জানানো হয়েছে, যেহেতু বিশ্বকর্মা আমাদের জগতের সৃষ্টিকর্তা তাই আমাদের সৃষ্টির সরঞ্জামই আমরা প্রতিমার হাতে দিয়েছি।