মুরারই ১: কাশিলা মোড়ে বাংলার ভোট রক্ষা শিবিরের উদ্বোধন, উপস্থিত প্রধান সহ অন্যান্যরা
মুরারই এক নম্বর ব্লকের গোড়শা অঞ্চল তৃণমূলের পক্ষ থেকে কাশিলা মোড়ে এদিন পাঁচ নভেম্বর বুধবার বিকেলের দিকে, বাংলার ভোটাধিকার রক্ষার্থে, বাংলার ভোট রক্ষা শিবিরের ফিতে কেটে শুভ উদ্বোধন করা হয়। ফিতে কেটে শুভ উদ্বোধন করেন,গোড়শা পঞ্চায়েতের প্রধান সুবীর মুখার্জি। এছাড়া সঙ্গে ছিলেন, অঞ্চল কনভেনার সহ গোড়শা অঞ্চল তৃণমূলের নেতৃত্বরা।