গাজোল: বৈরগাছি ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় আজ থেকে শুরু হলো দুয়ারে ব্লক সভাপতি কর্মসূচি আদিবাসী নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে
Gazole, Maldah | Nov 1, 2025 গাজোল বৈরগাছি দুই নং গ্রাম পঞ্চায়েত এলাকায় আজ থেকে শুরু হলো দুয়ারে ব্লক সভাপতি। প্রায় ৩০ দিন গোটা গাজোলের বিভিন্ন বুথে বুথে চলবে এই কর্মসূচি এবং প্রতিদিনই গাজোল ব্লক তৃণমূলের সভাপতি রাজকুমার সরকার সহ অন্যান্য নেতৃত্বরা অঞ্চল সভাপতি থেকে কর্মীরা ওই এলাকাতে রাত্রি যাপন করবেন আজ থেকে শুরু হলো এই কর্মসূচি। শনিবার বেলা ২ টা নাগাদ বৈরগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হাটখোলা এলাকায় দুর্গা মন্দিরে লক্ষ্মী ঠাকুরের পূজা দিয়ে ও নারকেল ফাটিয়ে এই কর্মসূচি শুরু করে