বাঘমুণ্ডী: বাঘমুণ্ডি থানার চড়িদা গ্রামের বাসিন্দা গত ৪ নভেম্বর থেকে উড়িষ্যার রাউলকেল্লা স্টেশন থেকে নিখোঁজ
বাঘমুণ্ডি থানার চড়িদা গ্রামের বাসিন্দা গত ৪ নভেম্বর থেকে উড়িষ্যার রাউলকেল্লা স্টেশন থেকে নিখোঁজ। শনিবার দুপুর ১২ টা নাগাদ পরিবার সূত্রে জানা যায় বাঘমুণ্ডি থানার চড়িদা গ্রামের বাসিন্দা প্রকাশ গরাই গত ৪ নভেম্বর থেকে নিখোঁজ হয়ে গেছে উড়িষ্যার রাউলকেল্লা স্টেশন থেকে। বিশেষ কাজে সেখানে গিয়ে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। যার ফলে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি পরিবারের মাথায় চিন্তার ভাজ পড়েছে। তাকে খোজাখুজির চেষ্টা চালিয়ে যাচ্ছে পরিবার সদস্যরা।