বিনপুর ২: বেলপাহাড়ীতে বিনপুর 2 ব্লক সহ কৃষি অধিকর্তা জয় চক্রবর্তীকে দেওয়া হল বিদায়ী সংবর্ধনা
বিনপুর 2 ব্লক সহ কৃষি অধিকর্তা জয় চক্রবর্তীকে বিদায়ী সংবর্ধনা দিলেন বিনপুর 2 ব্লক কৃষি বিভাগের কর্মচারী ও এলাকার বিভিন্ন ফার্মাস ক্লাবের সদস্যরা। শুক্রবার বিকেল নাগাদ বিনপুর 2 ব্লকের বেলপাহাড়ীতে বিনপুর 2 ব্লক কৃষি দফতরের অফিসে ব্লক সহ কৃষি অধিকর্তা জয় চক্রবর্তীকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।