আলিপুরদুয়ার ২: শামুকতলায় মহিলাদের পারাপারের দৃশ্য দেখলে লজ্জা লাগে এলাকাবাসীর
ছোট পুকুরিয়া সেরি কালচার অফিস সংলগ্ন স্থানে প্রায় তিন বছর আগে তৈরি করা হয়েছিল যাতায়াতের রাস্তায় কালভার্ট। তিন বছরেও কালভার্ট দিয়ে যাতায়াত করতে পারছেন না এলাকার বাসিন্দা থেকে শুরু করে আইসিডিএস কেন্দ্রে যাওয়া মহিলারা।শামুকতলা গ্রাম পঞ্চায়েত এলাকায় এমন দৃশ্য দেখা গেল। শাসকদলের পঞ্চায়েত কে চেনেন না এলাকার বাসিন্দারা। আদিবাসী প্রবন এলাকা বলে তাদের সুখ সুবিধার দিকে নজর নেই রাজনৈতিক নেতাদের।