বারাবনী: আসানসোলের গির্জা মোড়ে বিজেপির সভার পাল্টা সভা করবে তৃণমূল কংগ্রেস
আসানসোলের গির্জা মোড়ে বিজেপির সভার পাল্টা সভা করবে তৃণমূল কংগ্রেস গত ২৯শে নভেম্বর আসানসলের গির্জা মোড বিজেপির তরফে এক জনসভার আয়োজন করা হয়েছিল যেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচাৰ্য। তারই পাল্টা আগামী ৭ ই ডিসেম্বর আসানসোলের গির্জা মোড়ে বড় জনসভার আয়োজন করতে চলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। আজ সোমবার দুপুরে আসানসোলে সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচি ঘোষণা করে তৃণমূল। তৃণমূলের দাবি, গির্জা মোড়ে তাদের ঐ দিনের জনসভায় ৩০ থেকে ৪০ হাজার মানুষের জমায়েত