তুফানগঞ্জ ২: বক্সিরহাট থানার অন্তর্গত বারোটি ক্লাবের পুজো কমিটির হাতে মুখ্যমন্ত্রীর পাঠানো দূর্গা পূজার অনুদান তুলে দিল পুলিশ
বুধবার বিকেলে ভানু কুমারী ভোলানাথ মোড় দুর্গাপূজা কমিটির থেকে এই অনুদানের চেক তুলে দেওয়া শুরু করে বক্সিরহাট থানার পুলিশ। মুখ্যমন্ত্রীর পাঠানো এক লক্ষ দশ হাজার টাকার পুজোর চেক তুলে দেন বক্সের থানার ভারপ্রাপ্ত ওসি নকুল রায়। এছাড়াও ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল চন্দ্র দাস, জেলা পরিষদের সদস্য নিরঞ্জন সরকার সহ অন্যান্যরা।