ময়না: নিমতৌড়ি স্মৃতিসৌধে কানেক্টিং হার্ট নামে সংখ্যালঘু সংহতি মঞ্চের সীতার সম্মেলনের আয়োজন,উপস্থিত ২৩টি সংগঠনের নেতৃত্বরা
পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ির স্মৃতিসৌধ মাঠের সংখ্যালঘু সংহতি মঞ্চের পক্ষ থেকে সিরাত সম্মেলনের আয়োজন করা হয় ধর্মভাষা ও রাজনৈতিক ভেদাভেদ ভুলে এই সঙ্গতি মঞ্চ থেকে ঐক্যের বার্তা দেওয়ায় ,সাথে সাথে ভবিষ্যতে এই মঞ্চের পক্ষ থেকে সামাজিক উন্নয়নমূলক পরিকল্পনার কথা ঘোষণা করা হয়, উপস্থিত ছিলেন আইমার সম্পাদক রুহুল আমিন ভাইজান তৌহিদী জনতার সভাপতি হাসিবুল রহমান সহ 23 টি সংগঠনের নেতৃত্বরা |