শিশু দিবসের দিন শিশুর বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার।ঘটনায় শুক্রবার ব্যাপক চাঞ্চল্য ছরিয়ে পরে আরামবাগের মুথাডাঙ্গায়।জানা যায়,গতকাল খেলতে বেরিয়ে উধাও হয়ে যায় শেখ রেহান নামের শিশু।রাতভর তল্লাশি চালিয়েও সন্ধান না মেলায় অপহরণের সন্দেহ হয়।শুক্রবার এলাকারই যুবক শেখ রুমজানের বাড়ির খাটের তলা থেকে রেহানের দেহ উদ্ধার হয়।স্থানীয়দের দাবি,রেহান নিখোঁজের খবর রুমজানই প্রথম জানাই।সারারাত সেও রেহানের খোঁজ চালায়।বাড়ি তল্লাশি হবে শুনেই এলাকা ছাড়ে সে।পুলিশ তার খোঁজ শুরু করেছে।