খানাকুল ১: আরামবাগে সরকারি পশু হাসপাতালে চরম অব্যবস্থা,ঘন্টার পর ঘন্টা ধরে কাটা হল প্লাস্টার
আরামবাগে সরকারি পশু হাসপাতালে চরম অব্যবস্থা।ঘন্টার পর ঘন্টা ধরে কাটা হল প্লাস্টার।ক্ষোভ পশু মালিকের।জানা গেছে,দৌলতপুরের বাসিন্দা তারক ভক্তর ছাগলটির কয়েকদিন আগে পা ভাঙার জন্য প্লাস্টার হয়।সোমবার ছিল সেই প্লাস্টার কাটার দিন।অভিযোগ,হ্যাকস ব্লেড দিয়ে প্রায় দু'ঘন্টা ধরে কাটা হয় প্লাস্টার।তাতেই ক্ষুব্ধ হন তারক বাবু।পশুর জায়গার নিজের সন্তান হলে কেউ এটা মেনে নিতেন,প্রশ্ন তোলেন তিনি।বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন আরামবাগ পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ।