বহরমপুর: আবারো জনবহুল এলাকায় বোমা উদ্ধারের ঘটনা,বহরমপুর থানার অন্তর্গত ফতেপুর বাসস্ট্যান্ড এলাকায় উদ্ধার তাজা সকেট বোমা
সোমবার ফতেপুর বাস স্ট্যান্ড এলাকায় বোমা উদ্ধৃতি চাঞ্চল্য ছড়ালো। স্থানীয় সূত্রে খবর এদিন সকালে স্থানীয়রা কে বা কারা কলা গাছের ঝোপে সকেট বোমা দেখতে পায়। খবর দেওয়া হয় বহরমপুর থানায়। পুলিশ এসে সাধারণ মানুষের নিরাপত্তায় যাতে কোন বিঘ্ন না ঘটে তাই জায়গাটি ঘিরে রাখে বোম স্কয়াড টিম আসার অপেক্ষায়। ঘটনায় এ দিন সকাল সকাল ছড়িয়ে পড়ে এলাকায়। জেলা পুলিশ টোল ফ্রি নাম্বার চালু করার পর থেকে জেলার বিভিন্ন প্রান্তে একের পর এক উদ্ধার হচ্ছে বোমা। এ