নলহাটি ২: কাঁটাগড়িয়াতে তৃণমূলের বাংলার ভোটাধিকার রক্ষার্থে সহায়তা ক্যাম্পে এসে সাংসদ শতাব্দী রায় কি বললেন
নলহাটি দুই নম্বর ব্লকের ভদ্রপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঁটাগড়িয়া মোড়ের কাছে তৃণমূলের বাংলার ভোটাধিকার রক্ষার্থে ক্যাম্প পরিদর্শনে আসেন সাংসদ শতাব্দী রায়।ঐ ক্যাম্পে উপস্থিত ছিলেন ব্লকের ফাইভ ম্যান কমিটির সদস্যরা, পঞ্চায়েত প্রধান সহ ব্লকের আরো অনান্য নেতৃত্বরা ও কর্মীরা। শুধু পরিদর্শনই নয় ক্যাম্পে আসা নেতৃত্ব ,কর্মী সমর্থকদের ও সাধারণ মানুষের সাথে কথা বলেন সাংসদ। ব্লকের আরো অন্যান্য ক্যাম্পও পরিদর্শন করেন।