খানাকুল ১: বৈবাহক অশান্তির জেরে গোঘাটে স্ত্রী ও শ্যালক কে পেট্রোল দিয়ে জীবন্ত পুড়িয়ে মারল স্বামী
স্বামীর বিরুদ্ধে পেট্রোল দিয়ে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা,হাসপাতালে মৃত্যু হল স্ত্রী ও শ্যালকের।ঘটনা গোঘাটের ভগবানপুর এলাকায়।জানা যায়,এলাকার লক্ষ্মির সাথে রাধাবল্লভপুরের সন্তু বিবাহের পর লক্ষ্মীর উপর অত্যাচার চালাতো সন্তু।লক্ষ্মী বাবার চলে এলে ৪ঠা নভেম্বর বাড়ির ছাদ দিয়ে স্ত্রী কাছে পৌঁছে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেয় সন্তু।অগ্নিদগ্ধ হয় লক্ষ্মী ও তার ভাই।কলকাতায় চিকিৎসা চলাকালীন মঙ্গলবার তাঁদের মৃত্যু হয়।একসাথে ছেলে ও মেয়েকে হারিয়ে ভেঙে পরে পরিবার।