হবিবপুর: চেন্নাইয়ে কাজের গিয়ে আত্মহত্যা পরিযায়ী শ্রমিকের,মৃতদেহটি গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে অনাইল মনসাতলায়
মালদা জেলার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের অনাইল মনসাতলার পরিযায়ী শ্রমিক রাজু মুণ্ডা (৩২) চেন্নাইয়ে কাজের জায়গায় আত্মহত্যা করেছেন বলে খবর। কালীপূজার পর শুক্রবার তিনি চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেন এবং রবিবার কর্মস্থলে পৌঁছনোর পর রাতে গলায় কেব্লের তার পেঁচিয়ে আত্মহত্যা করেন।ঘটনার খবর পেয়ে রাজুর বাবা চেন্নাই গিয়ে ময়নাতদন্ত শেষে দেহ নিয়ে আসেন। শনিবার সকালে মৃতদেহটি গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে অনাইল মনসাতলায়।