গাইঘাটা: বি এলও র কাজে যেতে দেওয়া হবে না স্কুল শিক্ষকদের অভিভাবকরা স্কুলের মধ্যেই তালা বন্ধ করে রাখলেন তিন শিক্ষক বি এল ওকে।
বি এলও র কাজে যেতে দেওয়া হবে না স্কুল শিক্ষকদের অভিভাবকরা স্কুলের মধ্যেই তালা বন্ধ করে রাখলেন তিন শিক্ষক বি এল ওকে। স্কুলে মোট তিনজন শিক্ষক তিনজনকেই বি এল ও কাজে নিযুক্ত করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। প্রত্যেকে চলে গেলে স্কুলের ভবিষ্যৎ কি হবে । পরুয়াদের ভবিষ্যৎ কি হবে । এদিন শিক্ষকরা স্কুলে আসতেই তাদেরকে অভিভাবকরা তালা বন্ধ করে রাখে। ঘটনাস্থল গাইঘাটা থানার চন্ডিগড় স্পেশাল ক্যাডার এফ পি বিদ্যালয় ।