আরামবাগ: জাতীয় সংগীত জন-গণ-মন-র সঙ্গে,প্রার্থনায় গাইতে হবে বাংলার-মাটি-বাংলার-জল গানটি,আরামবাগ শুরু নতুন নিয়ম
এবার থেকে রাজ্যের স্কুল গুলিতে জাতীয় সংগীত জন-গণ-মন-র সঙ্গে,প্রার্থনায় গাইতে হবে বাংলার-মাটি-বাংলার-জল গানটি।জানা যায়,বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে আরামবাগ হাই স্কুলে এই নির্দেশ দেওয়া হয়েছে।বাংলার ঐতিহ্য বজায় রাখতে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়।এদিন সকলের উপস্থিতিতে নতুন নিয়মে প্রার্থনা হয়।সম্প্রীতি বজায় রাখাতে ছাত্র-ছাত্রী থেকে সকলে একে অপরের হাতে রাখি পড়িয়ে মিষ্টি মুখ করান।খুশি স্কুল পরিচালন সমিতি থেকে ছাত্র-ছাত্রীরা।