কাশীপুর: প্রকাশিত হল পঞ্চকোট রাজবংশের গৌরবময় ইতিহাস নিয়ে লেখা বই,লেখক কাশীপুর রাজপরিবারের সদস্য সূর্য নারায়ন সিংহ দেও
পঞ্চকোট রাজবংশের গৌরবময় ইতিহাস এবার ছড়িয়ে পড়তে চলেছে আন্তর্জাতিক মহলে। কাশীপুর পঞ্চকোট রাজপরিবারের অন্যতম সদস্য সূর্য নারায়ণ সিং দেও নিজস্ব উদ্যোগে রচনা করলেন একটি অনন্য ইংরেজি ঐতিহাসিক গ্রন্থ— "Foot Prints of Panchokote Parmar Dynasty of Bengal"। আন্তর্জাতিক মহলে পঞ্চকোট রাজবংশের ইতিহাসকে তুলে ধরতে এই গ্রন্থটি তিনি লন্ডনের ব্রিটিশ লাইব্রেরী সহ ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠানোর কাজ শুরু করেছেন। এই সর্বপ্রথম কোনও পঞ্চকোট রাজ পরিবারের সদস্য পঞ্চকোট