বাসন্তী: বাসন্তীর পালবাড়িতে CAA সহায়তা ক্যাম্প খোলা হল,CAA জন্য দিনভর হল ফর্ম ফিলাপ।
বাসন্তী বাংলাদেশ থেকে ভারতে এসে বসবাস করছেন অনেকেই এসআইয়ের আতঙ্কে,সিএএ ক্যাম্প খোলা হলবাসন্তীতে। CAA ফর্ম ফিলাপ চলছে জর কদমে ভারতের নাগরিত্ব পাওয়ার জন্য,সহায়তা কেন্দ্র ক্যাম্প চালু হয়েছে। বাসন্তী ব্লকে পালবাড়ি বাজার এলাকায় দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী থানার অন্তর্গত পালবাড়ি এলাকায় ভারতের নাগরিত্বপাওয়ার জন্য ফর্ম ফিলাম চলছে, বাংলাদেশ থেকে অনেকে ভারতে বাস করছে,SIR আতঙ্ক রয়েছেন অনেকেই কাল সকাল থেকে CAA তে নাম তোলার জন্য ফর্ম ফিলাপ।