রায়গঞ্জ: SIR শুরুর আগেই CAA ফ্রম ফিলাপে কলেজপাড়ায় অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের শিবিরে উপস্থিত উত্তরবঙ্গের আহ্বায়ক
SIR শুরুর আগেই CAA ফ্রম ফিলাপে কলেজপাড়ায় শিবির করলো অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ। উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া,মতুয়া মহাসঙ্ঘের উত্তরবঙ্গের আহ্বায়ক অধ্যাপক ডঃ বাবুলাল বালা। শনিবার বিকালে দেখা গেলো শিবিরে অনেক উদ্বাস্তুরা CAA ফ্রম ফিলাপ করছেন। এদিন অধ্যাপক ডঃ বাবুলাল বালা বলেন, কেন্দ্রীয় সরকার হিন্দু উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার জন্য যে আইন এনেছে আমরা সেই CAA ফ্রম ফিলাপে সহায়তা করা ও SIR সংক্রান্ত প্রশিক্ষন শিবির করছি।