ফালাকাটা: মঙ্গলবার রাতেও ফাইলেরিয়া সনাক্ত করতে ফালাকাটার শালকুমার গ্রাম পঞ্চায়েতে রক্ত সংগ্রহ করলেন স্বাস্থ্যকর্মীরা
সোমবার রাতে ফালাকাটা ব্লকের শালকুমার গ্রাম পঞ্চায়েতের ৩০০ জন বাসিন্দার রক্ত সংগ্রহ করেছিলেন স্বাস্থ্যকর্মীরা। মঙ্গলবার রাতেও ফাইলেরিয়া সনাক্ত করতে ফালাকাটার ওই গ্রাম পঞ্চায়েতের উমাচরণপুর,খাউচাদপাড়া,বাদাইটারি এলাকার বাসিন্দাদের রক্তের নমুনা সংগ্রহ করেন স্বাস্থ্যকর্মীরা৷ তারা জানান, ফাইলেরিয়া রোগ মশাবাহিত। কিন্তু সঙ্গে সঙ্গে এই রোগের উপসর্গ দেখা যায় না৷ অনেক সময় ৫ বছর,কখনও ১০-১৫ বছর পর দেখা যায়। তাই আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দপ্তরের নির্দেশে ফালাকাটা ব্