রামপুরহাট ১: রামপুরহাটে আদিবাসী ছাত্রী নির্যাতন-খুনের মামলায় চারজনের স্বাক্ষ গ্রহণ হলো মঙ্গলবার
রামপুরহাটে আদিবাসী ছাত্রী নির্যাতন-খুনের মামলায় আজ ১১ নভেম্বর মঙ্গলবার রামপুরহাট মহকুমা আদালতের বিশেষ আদালতে সাক্ষ্য গ্রহনের চতুর্থ দিনে দিনে ৪ জনের সাক্ষ্য গ্রহণ হলো আদালতে। অভিযুক্ত শিক্ষক তারাপীঠ এলাকায় যে কাপড়ের দোকানে পোশাক কিনেছিল সেই দোকানের সেলসম্যান সাক্ষ্য গ্রহণ,একজন নোডাল অফিসারের সাক্ষ্য গ্রহণ হয় ।