মাথাভাঙা ২: শতীশ রায়ের হাট সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হল একটি বিরল প্রজাতির কচ্ছপ
মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের শতীশ রায়ের হাট সংলগ্ন এলাকা থেকে বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ উদ্ধার হল একটি বিরল প্রজাতির কচ্ছপ।উদ্বারিত কচ্ছপটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। এব্যাপারে বনদপ্তরের মাথাভাঙ্গার রেঞ্জার সূদীপ দাস জানান উদ্ধারিত কচ্ছপটিকে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে মেনে ছেড়ে দেওয়া হবে।