বহরমপুর: বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের থ্রোয়ার শচীন মণ্ডল কে তার নিজের গ্রামের সংবর্ধনা প্রদান,উৎসবের আমেজ বহরমপুরে
মুর্শিদাবাদের গর্ব — বোয়ালিয়াডাঙার শচীন মণ্ডলকে আজ সংবর্ধনা জানালো তাঁরই পাড়া। ভারতীয় মহিলা ক্রিকেট দলের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের নেপথ্যে যে তরুণের অবদান অমূল্য — সেই শচীন আজ ফিরেছেন নিজের মাটিতে, নিজের মানুষদের মাঝে।মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার অন্তর্গত বোয়ালিয়াডাঙ্গা গ্রাম আজ আনন্দে মেতেছে । ছোট্ট গ্রাম বোয়ালিয়াডাঙা আজ উৎসবের রঙে রঙিন। প্রতিবেশী, বন্ধু, আত্মীয় — সবাই মিলে অভিনন্দন জানালেন তাঁদের প্রিয় ছেলেকে।