ব্যারাকপুর ২: দূষণ নিয়ন্ত্রণ রোধ করতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কার্যালয়ের সামনে উদ্বোধন হলো উলম্ব উদ্যান
ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট কার্যালয়ের সামনে উদ্বোধন হলো উলম্ব উদ্যান। এই দিন এই উদ্যানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগর পাল মুরলীধর সাথে উপস্থিত ছিলেন উপনগর পাল সদর অতুল বিশ্বনাথন উপ নগর পাল ট্রাফিক অম্লান কুসুম ঘোষ, অতিরিক্ত উপনগর পাল ট্রাফিক ব্যারাকপুর রাজশ্রী শংকর বনিক, টিটাগড় থানার ভারপ্রাপ্ত পুলিশ অধিকার তাপস কুমার নস্কর, ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিক দিলীপ দ