রতুয়া ১: একুশে প্রার্থী হয়ে পরাজয়ের পর বিজেপির সাথে সম্পর্ক রাখেনি, রতুয়া থেকে প্রতিক্রিয়া সাংগঠনিক জেলা বিজেপি সম্পাদকের
Ratua 1, Maldah | Nov 12, 2025 একুশের বিধানসভা নির্বাচনে হরিশ্চন্দ্রপুর বিধানসভা থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন মতিবুর রহমান। পরজোয়ার পর বিজেপি নেতৃত্বের সাথে কোন রকমই যোগাযোগই রাখেনি ওই মতিবুর। তবে 26 টা নির্বাচনে আগে আবারো জেলা জুড়ে বিভিন্ন কর্মসূচি করতে বিজেপির যে কোন যায় আসে না এমনটাই মন্তব্য রতুয়া থেকে করলেন সাংগঠনিক জেলা বিজেপি সম্পাদক রূপেশ আগারওয়াল।তিনি বলেন, তৃণমূলের যাবে নাকি কংগ্রেসের যাবে ওই ব্যবসায়ী তাতে দলের কোন যায় আসে না। উড়ে এসে জুড়ে বসে প্রার্থী যে হবে না।