নলহাটি ২: পূর্ব গোপালপুর গ্রামে মোটর বাইক চুরি করতে এসে হাতেনাতে ধরা পরল এক ব্যক্তি, তারপর কি করল দেখুন সেই ভিডিও
পূর্ব গোপালপুর গ্রামের কাছে মোটর বাইক চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো এক ব্যক্তি। জানা যায় ঐ গ্রামের ব্যক্তি রাস্তা পাশে বাইক রেখে মাঠে চাষের কাজ করছিলেন সেই সময়ই হঠাৎই এক যুবক এসে মোটর বাইকটির তালা খুলে চুরি করে নিয়ে পালানোর চেষ্টা করে। বাইক স্টার্ট দিতেই আওয়াজ শুনতে পেয়েই চাষের কাজ করা মোটর বাইকের মালিক আইজুল সেখ ছুটে এসে বাইক চোরটিকে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই বাইক চোরটিকে।