দিনহাটা ২: কিসামত দশগ্রামে BJP কর্মী কে আটক করল পুলিশ! প্রতিক্রিয়া তৃণমূলের ব্লক সভাপতির
কিসামত দশগ্রামে BJP কর্মী কে আটক করল পুলিশ! প্রতিক্রিয়া তৃণমূলের ব্লক সভাপতির। সোমবার বিকেল ৩:৩০ মিনিট নাগাদ পাথরশন এলাকায় সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেন তিনি। প্রসঙ্গত এদিন সকালে ওই এলাকায় বিজেপি কর্মী শ্যামল দাস SIR এ ২০০২ ভোটার লিস্টে নাম তুলে দেওয়ার নাম করে ৫হাজার টাকা দাবি করে বলে অভিযোগ। সেই ঘটনায় স্থানীয় মানুষজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।