গণ্ডাছড়া: গন্ডাছড়ার নারায়ণপুর এলাকার এক নাবালিকা তার জন্মদিন উপলক্ষে এক অসুস্থ মহিলাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়
ফল দিয়ে এবং নগদ অর্থ দিয়ে আর্থিকভাবে সাহায্য করে মহিলাকে। পাশাপাশি আগামী দিনেও, পাশে থাকে সাহায্য করার আশ্বাস দেয় ছোট অদ্রিজা পাল।