কলকাতা: কলকাতার জাদুঘরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মোদীর যাত্রাপথ নিয়ে প্রদর্শনী অনুষ্ঠান
বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। তিনি ৭৫ বছর পূর্ণ করলেন। এই বিশেষ দিনটিতে কলকাতার ইন্ডিয়ান মিউজ়িয়ামে শুরু হচ্ছে তাঁর জীবন ও কর্মযাত্রাকে কেন্দ্র করে এক বিশেষ প্রদর্শনী। মহালয়া পর্যন্ত চলতে থাকা এই প্রদর্শনীতে তুলে ধরা হবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক, সাংগঠনিক ও প্রশাসনিক পথচলার বিভিন্ন অধ্যায়। জাদুঘরের দুটি তলা এবং চত্বর জুড়ে সাজানো হয়েছে প্রদর্শনীটি। উদ্বোধন করেন রাজ্য বিজেপির সভাপতি ও সাংসদ শমীক ভট্টাচার্য।