তমলুক: কোলাঘাটের বাঁপুরে বেহাল নিকাশী আজ সরেজমিনে পরিদর্শন করেন তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলী
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের বাঁপুর এলাকার নিকাশী ব্যবস্থা দীর্ঘদিনধরেই অত্যন্ত বেহাল। সামান্য বৃষ্টি হলেই এলাকায় জল দাঁড়িয়ে যায় ফলে ছাত্র ছাত্রী থেকে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হয়। মাঠে জল জমে বিঘার পর বিঘা জমিতে চাষ আবাদ বন্ধ। স্থানীয় পঞ্চায়েত ব্লকে জানিয়ে ও কোন সুরাহা মেলেনি। সেই বেহাল নিকাশি আজ সরেজমিনে পরিদর্শন করেন তমলুক লোকসভা সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। তিনি বলেন মানুষের দাবি ছিল তাই বেহাল নিকাশি পরিদর্শন করলাম আজই DM কে জানাবো। যাতে এই বেহাল নিকাশি