মানিকচক: SIR আবহে ৮০ ঊর্ধ্ব বৃদ্ধর আত্মহত্যা, উৎসবটোলা গ্রামে ব্যাপক চাঞ্চল্য, পুলিশ দেহ উদ্ধার করেছিল
SIR আবহে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো ৮০ উর্ধ্ব এক বৃদ্ধ। বাড়ি থেকে প্রায় এক কিমি দূরে নিজের জমির গাছেই গলায় গামছা দিয়ে আত্মহত্যা করে।জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উৎসবটোলায়। মৃত বৃদ্ধের নাম রূপেন মন্ডল। ঘটনার খবর পেয়ে মানিকচক থানার পুলিশ দেহ উদ্ধার করে।এদিন গ্রামে এসেছিল BLO। গ্রামের বাসিন্দাদের ফ্রম দিচ্ছিল।এরই মাঝে বৃদ্ধের আত্মহত্যার খবর ছড়িয়ে পরে গ্রামে। ২০০২ এর ভোটার তালিকায় নাম ছিল।আত্মহত্যার কারণ নিয়ে হতবাক দ্বন্ধে পরিবার।