মানিকচক: নির্মাণের মাসখানেকের মধ্যে তিনটি পানীয় জলাধার অকেজো নওয়াদা এলাকায়, দ্বিচারিতার অভিযোগ বিজেপির পঞ্চায়েত সদস্যের
মানিকচক ব্লকের এনায়েতপুর অঞ্চলের নওয়াদা গ্রামে প্রায় দুই হাজার মানুষের বসবাস।এলাকায় পরিশ্রুত পানীয় জলের সমস্যা দূর করতে এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের তরফে প্রায় নয় লক্ষ টাকা খরচ করে তিনটি আর্সেনিকমুক্ত পরিশ্রুত পানীয় জলাধার তৈরি করা হয়েছিল। কিন্তু মাস খানেক কাটতে না কাটতেই তিনটি পানীয় জলধারই ওকেজো হয়ে পড়েছে। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন সরকারি টাকা খরচকে কেন্দ্র করে। এলাকায় বিজেপির পঞ্চায়েত সদস্য থাকায় দ্বিচারিতা করছে তৃণমূল প্রধান বলে অভিযোগ।