পূর্বস্থলী ১: নাদনঘাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রকাশ্য দিবালোকে সরকারি গাছ কেটে পাচারের অভিযোগ, ঘটনায় ব্যাপক উত্তেজনা
প্রকাশ্য দিবালোকে সরকারি জমিতে থাকা গাছ কেটে পাচারের চেষ্টায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল নাদনঘাট থানার অন্তর্গত নাদনঘাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। অভিযোগ, প্রায় ৫০ থেকে ৬০ বছরের পুরনো বেশ কয়েকটি শিরিষ গাছ ও একটি অশ্বত্থ গাছ বিনা অনুমতিতে কেটে ফেলা হচ্ছিল।স্থানীয় বাসিন্দারা বিষয়টি লক্ষ্য করে প্রতিবাদ জানান এবং খবর দেন পঞ্চায়েত প্রধান ও প্রশাসনকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পঞ্চায়েত প্রধান, সমিতির প্রতিনিধি, নাদনঘাট থানার পুলিশ এবং বনদপ্তরের কর্মীরা।