মুরারই ২: ভাদীশ্বর শ্যামাপদ রায় বিদ্যাভবনে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির করা হল
আজ 2 নভেম্বর রবিবার আনুমানিক সকালে দিক থেকে আনুমানিক দুপুরের দিক পর্যন্ত। বীরভূম জেলার মুরারই বিধানসভার অন্তগত।ভাদীশ্বর শ্যামাপদ রায় বিদ্যাভবনে সুশ্রুত আই ফাউন্ডেশন এন্ড রিসার্চ সেন্টারের ব্যবস্থাপনায়।বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির করা হয়েছে। এদিনের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে মোট 42 জন এলাকাবাসীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়েছে।